Tuesday, October 24, 2017

কাজ নেই

কাজ নেই
চল বসে তাশ খেলি
গুন গুন গেয়ে ফেলি 
দুই কলি

কাজ নেই
এল মেল চিন্তার হাতছানি
কেন হাসা কেন কাঁদা
কি জানি

কাজ নেই
কোন দিকে যাই চলে
গোল বাধে রোজ রোজ
তাই মনে

কাজ নেই্ম
আছি তাই আনমনে
শীত টা ও পরেছি যে
কনকনে

কাজ নেই
চলে গেছে গরমের লেশ খানি
হাত পাখা তবু আমি
রোজ টানি।

Monday, October 23, 2017

Invisible

Don't see tears as they flow
They are too meager for you to know
They're Summer rain that bring no gain
Evening light and it's temporary glow.

Don't see smiles as they fly
Ephemeral as clouds in skies
Falling to ground as droplets around
To sink into depth without a sigh.

Don't see hearts when they bleed
As you meander in meadow and mead
Hide that pain in shadows and lanes
While bright sunlight supersedes.

Close your eyes and close your worlds
There is no time, you're in a whirl
Like a well wound cloak go tick tick
Unstrung each precious pearl.

The Great Betrayal

Cassius, Casca ,Metellus, Decius
Their knives plunge deep
They draw blood
Yet Caesar stands unfazed.
An inner strength
A bent of mind
Steady, Caesar's gaze.
Resolute that stance
Full blooded that roar
"One swipe from me
You'll bleat no more."
On their faces cunning smiles
They've read that royal mind
Brutus closes in from behind
To strike a fatal blow
No blood flows
A river of pain
A silent scream
Unrestrained
"Why, Dear One?
Why do You strike?
What did I do
That was not right?
Caesar's frame falters and falls
Undone by cruelest blow of all.



In Her Ivory Tower

Lonesome, she waits in her ivory tower
Moments stretch out into hours
Days turn to night, nights into days
Eyes grow dim,hair grows gray
Heartbeats measure passage of time
Rain, summer, winter, comes every clime

Far, far away in her true love's home
Merry bells ring, seeds are sown
There days are warm, nights are gay
All through the year the month is May
Somewhere in mind a faint bell rings
An old old tune that heart does sing.

One day he'll come; one day he'll smile
Sit and wait, sit and wait awhile.

Over the Hill Song

Sixty summers past     over the hill
Sliding down fast         awaiting chills
Each day a celebration   cause to enjoy
Life's unburdened          like a favorite toy
Memories of past          held as clicks
Time winding down       as the clock ticks
New lessons to learn     every day
New ventures to turn     with no pay
Tomorrow's too far       may not come
Yesterday's lost             like old rum
Dance to right tunes       to get away
Stick to gloom              you'll hardly stay.

Friday, October 13, 2017

মুকুট বিহীন

সে দিন আমার পূর্ণিমা রাত
জোছনা মাখা মন
সে দিন আমি বেদুইন
জিতেছি ভুবন।

সে দিন আমি ঝলসে উঠা
বিদুত্ শিখা
সে দিন আমরা হাতের মুঠোয়
আমার মরিচিকা।

সে দিন আমি মুকুট বিহীন
রাজরাজেশ্বরী
সে দিন আমি প্রেম সাগরে
ভাসিয়েছি তরী।

আঁধার হল পূর্ণিমা রাত
হারাল জোছনা
ঘর ছাড়া বেদুইন
পেল না ঠিকানা।

একটি ঝলক আলোর শেষে
কাল অমানিশা
মরিচিকা হারা আমি
হারিয়ে ফেলি দিশা।

এমন ধারা মুকুট বিহীন
রাজরাজেশ্বরী
এমন ধারা প্রেম সাগরে
ভাসিয়েছি তরী।

Monday, October 2, 2017

অকারণ

কি হল মন দিয়ে নিয়ে
এক পেয়ালা সুধার খোঁজে
সাগর ভরা গরল ছেঁচে
এক মুঠো সুখের খোঁজে
হাহাকারের জীবন বেঁচে
দিনে রাতে মন বেঁধে
হাসির মুখোশ পরে ঘুরে
এই হল মন দিয়ে নিয়ে।
ভাল ছিল অপূর্ণতা
ভাল ছিল বদ্ধ কথা
ছিল শিকল, ছিল আগল
ছিল না অন্ধ ব্যথা।