Monday, October 2, 2017

অকারণ

কি হল মন দিয়ে নিয়ে
এক পেয়ালা সুধার খোঁজে
সাগর ভরা গরল ছেঁচে
এক মুঠো সুখের খোঁজে
হাহাকারের জীবন বেঁচে
দিনে রাতে মন বেঁধে
হাসির মুখোশ পরে ঘুরে
এই হল মন দিয়ে নিয়ে।
ভাল ছিল অপূর্ণতা
ভাল ছিল বদ্ধ কথা
ছিল শিকল, ছিল আগল
ছিল না অন্ধ ব্যথা।

No comments:

Post a Comment