Friday, October 13, 2017

মুকুট বিহীন

সে দিন আমার পূর্ণিমা রাত
জোছনা মাখা মন
সে দিন আমি বেদুইন
জিতেছি ভুবন।

সে দিন আমি ঝলসে উঠা
বিদুত্ শিখা
সে দিন আমরা হাতের মুঠোয়
আমার মরিচিকা।

সে দিন আমি মুকুট বিহীন
রাজরাজেশ্বরী
সে দিন আমি প্রেম সাগরে
ভাসিয়েছি তরী।

আঁধার হল পূর্ণিমা রাত
হারাল জোছনা
ঘর ছাড়া বেদুইন
পেল না ঠিকানা।

একটি ঝলক আলোর শেষে
কাল অমানিশা
মরিচিকা হারা আমি
হারিয়ে ফেলি দিশা।

এমন ধারা মুকুট বিহীন
রাজরাজেশ্বরী
এমন ধারা প্রেম সাগরে
ভাসিয়েছি তরী।

No comments:

Post a Comment