Wednesday, January 31, 2018

ভাবছ বুঝি গড়েছ
লখিন্দরের লোহার বাসর ঘর
চারিধার এঁটে বাঁধা
বিপদ কোন হবে না আর পার।
এক কোণে এক ছিদ্র আছে
অজান্তে কাল কেউটে আসে
সাধের বাসর
করে সে ছারখার।

ভাবছ বুঝি রক্ষা পেলে
মাতৃ গর্ভে পরিক্ষিতের মত
দিব্য কবচ পেয়ে হাতে
কত রঙ্গে আছ মেতে
রাজার মুকুট শীরে পরে
বিফল আশায় মর ঘুরে
অভিশাপ যায় ফলে
লুকিয়ে আছে তক্ষক দল শত।।

Monday, January 29, 2018

দিন জাপনের কঠিন জালে
পড়লি বাঁধা যেই
জীবন মুকুল পড়ল ঝড়ে 
খবর পেলি কই?
চারা গাছে দিলি নে তুই বেড়া
করলি এমন হেলা ফেলা
গাই ছাগলে মুড়িয়ে দিল
তখন সাঙ্গ হল খেলা।

সুগম হোলো চলা ভেবে 
ধরলি সহজ পথ
ছিঁড়ল যে তোর আশা মালা
ভাঙল মনোরথ
স্বপনেরে গাঁথলি না তুই ডোরে
রাখলি ঠেলে দূরে
ফানুশ হয়ে উড়ল তারা
সারা আকাশ জূড়ে।

দীনের প্রহর গেল চলে
অকারণের কাজে
সাঁঝ আরতির শঙ্খধ্বনি
ওই যে শুনি বাজে
মনের আঁধার রইল মনে ভরা
অসাড় হল ধরা
নিশুত রাতে পেল আকার
অধরা এক তারার।।

Wednesday, January 3, 2018

Challenge to Adversity

I'll be happy, do what you will
I'll be happy despite ills
As raindrops fall, as clouds growl
Blossoms still bloom, they never scowl
My smiles are rainbows in tear washed skies
My joys come to answer perfidy.

I'll live, though you tell me to die
I'll laugh, though you make me cry
As hot winds blow, as noons lay bear
Fruits still ripen, they don't stand scared
My strengths are mountains standing high
My will has wings to make me fly.

Yesterday and Today

Yesterday I was a wee bit lonely
Yesterday I had some niggling doubts
Yesterday I yearned for appreciation
Yesterday I fought for clout
Yesterday I clung in desperation
Staked all to be part of the gay
Today dawns a different day
Today my style fits my way
I dance by myself, sing my own lay
With sunshine fill the rest of my stay.

Yesterday I shed bitter tears
Yesterday I found fault in world's ways
Yesterday I snuffed out my dreams
Yesterday I lived with hundred nays
Yesterday I flowed against my stream
Gave up all and more than I may
Today dawns a different day
Today I win back my unique way
I walk with head high, swing to my sway
With sunshine fill the rest of my stay.