দিন জাপনের কঠিন জালে
পড়লি বাঁধা যেই
জীবন মুকুল পড়ল ঝড়ে
খবর পেলি কই?
চারা গাছে দিলি নে তুই বেড়া
করলি এমন হেলা ফেলা
গাই ছাগলে মুড়িয়ে দিল
তখন সাঙ্গ হল খেলা।
সুগম হোলো চলা ভেবে
ধরলি সহজ পথ
ছিঁড়ল যে তোর আশা মালা
ভাঙল মনোরথ
স্বপনেরে গাঁথলি না তুই ডোরে
রাখলি ঠেলে দূরে
ফানুশ হয়ে উড়ল তারা
সারা আকাশ জূড়ে।
দীনের প্রহর গেল চলে
অকারণের কাজে
সাঁঝ আরতির শঙ্খধ্বনি
ওই যে শুনি বাজে
মনের আঁধার রইল মনে ভরা
অসাড় হল ধরা
নিশুত রাতে পেল আকার
অধরা এক তারার।।
No comments:
Post a Comment