Monday, September 12, 2022

Prayer to Durga

 Mother, you come every year

Spreading light and joy

For a moment in time

Earthlings conceal 

Darkness of tormented hearts

Do you not see the ploy?

What tears hide behind thy smiling face

I wonder, as you see beyond the haze

Do you heave in silent fury

At perfidy of your children?

The lust, the greed, the pain

They inflict on each other

Devout lips chanting your praise

E'en as unholy hearts contemplate downfalls

You see it all

Your shining weapons unmoving

Held still in ominous restraint

Unleashed unexpectedly

cut short human pride

As on your lion you serenely ride.

Come. Mother.come

With thy terrifying rage

For demons gloat and preen

Assume infallible strength

Make them feel your spear

Pierce their ego filled minds

Leaving them prone 

At thy blessed feet

Realizing at length

Their Mother's infinite strength.

Rage on, Dear Mother, rage on

Deny us not thy fury

Docile Earth awaits redemption

At thy hands

Bring on Pralay, if thou will

And after the apocalypse

may a new dawn break

Wiser, kinder, more embracing.


Tuesday, September 6, 2022

দায় কার

 একটা প্রশ্ন মনে আসে 

দায় টা আসলে কার?

যে ভুলে থাকে

না যে ভুল থাকতে দেয় 

অন্যায় করা আর অন্যায় সহা

দুটোই জেন অপরাধ

অপূর্ণতার জ্বালা ঢেকে

সদা হাঁসি মুখ

নিজের সাথে করা

নিজেরই প্রবঞ্চনা 

দোষ তবে কার?

যে বোঝাতে পারে না

না যে বুঝতে অপারগ

প্রশ্ন টা উঠেই আসে মনে।।

The New Wasteland

 You made me wait too long

The Sun set, the Moon waned

One by one  stars dimmed

A flickering flame fails to withstand

Gust upon gust of wind and sand

There comes a time when land grows bare

No blade of grass survives there

Springs and Summers come and go

To Winter chills take a bow

Arid, infertile such land

A useless stretch

A New Wasteland.

ওরা ছিল না আপন

 যারা ভুলে গেল

যারা ছেড়ে গেল

যারা না বলে চলে গেল

তারা ছিল না আপন

যার জীবনের মোড় ঘুরে গেল

যার হাতে হাত রাখা থেমে গেল

সে যে কখন ছিল না আপন

যারা মাঝ পথ থেকে ফিরে গেল

যারা অনায়াসে দূরে ঠেলে গেল

যারা মন কেড়ে মন ভেঙ্গে গেল

তারা ছিল না আপন ছিল না।।

আশার ছলনা

 তুই কিসের আশায় বসে আছিস

ওরে মাতাল মন

থাকবি বসে একলা ঘরে

নেশা কাটবে যখন


যতই ভাবিস তুই মাথার মণি

তরকপালে জুটবে কেবল

বিষে ভরা ফণী 


বলছি তোকে বলছি 

মন দিয়ে শোন কথা

পথের ডাকে সাড়া দিয়ে

ভুলে যা তোর ব্যাথা 


আলো যদি নাই বা ফোটে

কেতে যাবে আঁধার

জীবন ভরের গ্লানি রাখার

পাবি নতুন আধার।।