Tuesday, September 6, 2022

আশার ছলনা

 তুই কিসের আশায় বসে আছিস

ওরে মাতাল মন

থাকবি বসে একলা ঘরে

নেশা কাটবে যখন


যতই ভাবিস তুই মাথার মণি

তরকপালে জুটবে কেবল

বিষে ভরা ফণী 


বলছি তোকে বলছি 

মন দিয়ে শোন কথা

পথের ডাকে সাড়া দিয়ে

ভুলে যা তোর ব্যাথা 


আলো যদি নাই বা ফোটে

কেতে যাবে আঁধার

জীবন ভরের গ্লানি রাখার

পাবি নতুন আধার।।

No comments:

Post a Comment