তুই কিসের আশায় বসে আছিস
ওরে মাতাল মন
থাকবি বসে একলা ঘরে
নেশা কাটবে যখন
যতই ভাবিস তুই মাথার মণি
তরকপালে জুটবে কেবল
বিষে ভরা ফণী
বলছি তোকে বলছি
মন দিয়ে শোন কথা
পথের ডাকে সাড়া দিয়ে
ভুলে যা তোর ব্যাথা
আলো যদি নাই বা ফোটে
কেতে যাবে আঁধার
জীবন ভরের গ্লানি রাখার
পাবি নতুন আধার।।
No comments:
Post a Comment