Tuesday, September 6, 2022

দায় কার

 একটা প্রশ্ন মনে আসে 

দায় টা আসলে কার?

যে ভুলে থাকে

না যে ভুল থাকতে দেয় 

অন্যায় করা আর অন্যায় সহা

দুটোই জেন অপরাধ

অপূর্ণতার জ্বালা ঢেকে

সদা হাঁসি মুখ

নিজের সাথে করা

নিজেরই প্রবঞ্চনা 

দোষ তবে কার?

যে বোঝাতে পারে না

না যে বুঝতে অপারগ

প্রশ্ন টা উঠেই আসে মনে।।

No comments:

Post a Comment