Tuesday, September 6, 2022

ওরা ছিল না আপন

 যারা ভুলে গেল

যারা ছেড়ে গেল

যারা না বলে চলে গেল

তারা ছিল না আপন

যার জীবনের মোড় ঘুরে গেল

যার হাতে হাত রাখা থেমে গেল

সে যে কখন ছিল না আপন

যারা মাঝ পথ থেকে ফিরে গেল

যারা অনায়াসে দূরে ঠেলে গেল

যারা মন কেড়ে মন ভেঙ্গে গেল

তারা ছিল না আপন ছিল না।।

No comments:

Post a Comment