ওর বাপু মেলা কাম, ফুরসাত নেই
বার বার ডাক কেন বুঝি না ছাই
বাড়ি আছে, ঘর আছে, আছে নানা কাজ
তার মাঝে ডাকা ডাকি নেই কোন লাজ
হুট হাট হাঁকা হাঁকি করা কি যায়?
তোমাদের দেশে বুঝি এমন টা হয়?
এইখানে নিয়মে বাঁধা রাত দিন
শাশনের কড়া কড়ি, জেনে রাখ ক্লিন
সেই বুঝে যদি চল পাবে ভাল ফল
দিন শেষে দুটি কথা, কদাচিৎ কল
পার যদি তাই নিয়ে থাক তুমি খুশ
না পার তো উড়ে যাও, হুস হুস হুস
বাড়াবাড়ি করলেই কেটে দেব তার
কোন ভাবে জগাজগ হবে না কো আর।।
No comments:
Post a Comment