Thursday, March 9, 2023

WHo Holds the Fort?

 When the Sun grows tired

When its spirits sag

When for strength, for rest

It yearns, 

To fill that lack

Would you stand up?

Would you hold Sun's hand?

Would you say, "With you I stand,

Take your break

I'll hold your fort

Whatever it takes

Return at leisure

When you're ready for more sport

I'll burn for you, I'll shed my life

I owe you much, you;ve given me light."

 

Poor old Sun!

So wrinkled, so grave

None to see your tears

To see you crave;

Burn on then

So long as life in you lasts

By and by you'll burn fast

One day you'll stop, for sure

When you've earned your rest

Await the Promised Day

Till then, work is best.

 


Monday, March 6, 2023

Survival

 

Let me pour out my heart

A heart shredded and broken

A heart that survived

Day after day

Without Love

That counts

Going on for years

Living a lonely life

With a smile

That counts

And as I live on

I leave behind my dying heart

Traveling

Through a heartless world

Learning to live in my black hole

Sucking in pain

My womb full of restrained energy

Waiting to burst forth in glory

To create new habitat

For broken hearts

For new starts.

Saturday, March 4, 2023

কেমন আছ পৃথিবী

 কেমন আছ পৃথিবী?

মানবের ভার বয়ে ক্লান্ত না কি?

হতেই পারেঃ যুগ যুগান্তর চলে গেছে

তোমার খাবর রাখিনি আমরা

যত্ন পাওনি এতো টুকু

শুধু দিয়ে গেছো অকাতরে


তুমি তো জান আমাদের দৃষ্টি অস্বচ্ছ

জীবন ধারনের পরিধিতে আবদ্ধ

তোমার মতন করে ভাবতেই পারিনা

আজকের চাহিদা মিটলেই খুশি

তাই তোমাকে ভুলে থাকি

তাই এত অবহেলা করি 


ইদানিং তোমার চরিত্র বদলেছে দেখছি

যেন রাগে ফুঁসছ সর্বক্ষণ

যখন যা খুশি করে চলেছ

কখনো আনছ প্লাবন

কোন খানে দিচ্ছ খরা 

এখানে তুষার ঝড়

তো অন্য খানে জ্বালা ধরা তাপ দাহ


এ তো আমাদের মত খামখেয়ালীপনা

তুমিও কি আমাদের দলে এলে?

চিন্তায় আছি বড় 

তাই ভাবলাম জেনে আসি

বল তো তুমি ঠিক করে

কেমন আছো, পৃথিবী?



পলাতক

 ঘুম কই?

ওই পালাল

জানলা গোলে

ফুরুত করে

উড়ে গেল

বেজায় পাজী

হতভাগা

আসা যাওয়ার 

নেই ঠিকানা

মিচকে বেটা

ডাকছি যত

মিটিমিটি

হাসছে তত

লুকায় গিয়ে

কোন এক কোনে

পাই নে নাগাল

আপন মনে

বিরবিরিয়ে

আপনি মরি

বিষম রাগে

গোঁ গোঁ করি 

যাক তবে যাক

থাক দূরে থাক

চাই নে তোকে

আজকে আড়ি

কালকে আবার

ডাকব বাড়ি।।

সংকল্প

 সত্যি কথা বলছি শোন

প্রেম আমার পোষায় না

দিন রাত দেয় বিগড়ে

এমন ঝক্কি হাঙ্গামা

সময় গেছে কেটেআজান্তে

কাজ করে আর  মন রেখে

আমার আমি কোথায় গেল

হয়েনি টা মোটেই জানা

হাতে আছে যে টুক বাকি

কত টা তার নেই হিসাব

কাটাই না হয় নিজের মতন 

মন হক আমার ঠিকানা।



Down Not Out

 Those old knees creak

They feel so weak

Buckle under weight

They always berate.


The strained lungs huff

Breaths grow gruff

No longer trained

With work to be friends.


Now eyesight dims

Peers close at screens

Unable to see

What's out their in seas.


Teeth shift and rattle

Each bite a new battle

Prepared to fall out

However one pouts.


That heart goes thump thump

As if climbing a hump

For e'er hard pressed

Its pumping distress.


Yet mind says run on

There's more o the song

Still not in a grave

Be blithe, be brave.


Full days  follow

Life's not fallow

Horizon is blue

Believe that's true,