Saturday, March 4, 2023

পলাতক

 ঘুম কই?

ওই পালাল

জানলা গোলে

ফুরুত করে

উড়ে গেল

বেজায় পাজী

হতভাগা

আসা যাওয়ার 

নেই ঠিকানা

মিচকে বেটা

ডাকছি যত

মিটিমিটি

হাসছে তত

লুকায় গিয়ে

কোন এক কোনে

পাই নে নাগাল

আপন মনে

বিরবিরিয়ে

আপনি মরি

বিষম রাগে

গোঁ গোঁ করি 

যাক তবে যাক

থাক দূরে থাক

চাই নে তোকে

আজকে আড়ি

কালকে আবার

ডাকব বাড়ি।।

No comments:

Post a Comment