কেমন আছ পৃথিবী?
মানবের ভার বয়ে ক্লান্ত না কি?
হতেই পারেঃ যুগ যুগান্তর চলে গেছে
তোমার খাবর রাখিনি আমরা
যত্ন পাওনি এতো টুকু
শুধু দিয়ে গেছো অকাতরে
তুমি তো জান আমাদের দৃষ্টি অস্বচ্ছ
জীবন ধারনের পরিধিতে আবদ্ধ
তোমার মতন করে ভাবতেই পারিনা
আজকের চাহিদা মিটলেই খুশি
তাই তোমাকে ভুলে থাকি
তাই এত অবহেলা করি
ইদানিং তোমার চরিত্র বদলেছে দেখছি
যেন রাগে ফুঁসছ সর্বক্ষণ
যখন যা খুশি করে চলেছ
কখনো আনছ প্লাবন
কোন খানে দিচ্ছ খরা
এখানে তুষার ঝড়
তো অন্য খানে জ্বালা ধরা তাপ দাহ
এ তো আমাদের মত খামখেয়ালীপনা
তুমিও কি আমাদের দলে এলে?
চিন্তায় আছি বড়
তাই ভাবলাম জেনে আসি
বল তো তুমি ঠিক করে
কেমন আছো, পৃথিবী?
No comments:
Post a Comment