Thoughts and feelings; opinions and perspectives. Glimpses offers a view of my mind and heart.
সত্যি কথা বলছি শোন
প্রেম আমার পোষায় না
দিন রাত দেয় বিগড়ে
এমন ঝক্কি হাঙ্গামা
সময় গেছে কেটেআজান্তে
কাজ করে আর মন রেখে
আমার আমি কোথায় গেল
হয়েনি টা মোটেই জানা
হাতে আছে যে টুক বাকি
কত টা তার নেই হিসাব
কাটাই না হয় নিজের মতন
মন হক আমার ঠিকানা।
No comments:
Post a Comment