Saturday, March 4, 2023

সংকল্প

 সত্যি কথা বলছি শোন

প্রেম আমার পোষায় না

দিন রাত দেয় বিগড়ে

এমন ঝক্কি হাঙ্গামা

সময় গেছে কেটেআজান্তে

কাজ করে আর  মন রেখে

আমার আমি কোথায় গেল

হয়েনি টা মোটেই জানা

হাতে আছে যে টুক বাকি

কত টা তার নেই হিসাব

কাটাই না হয় নিজের মতন 

মন হক আমার ঠিকানা।



No comments:

Post a Comment