Thursday, April 26, 2018

আসল নকল

আমার মাঝে লুকিয়ে রাখি আমি
ভুলে থাকি গোপন আমি হিরের চেয় দামী।

নকল আমি গড়ে প্রতি দিন
তারে নিয়ে আমি থাকি লীন
ভবের হাটে করতে থাকি খেলা
গোপন আমি ধুলায় হেলা ফেলা।

সাঁঝের বেলা ভাসে শশীর ভেলা
সময় হয় খেলা ভাঙা খেলার
গোপন আমি বলে হেসে

এবার আমার বেলা।।

On Aging

Age creeps up unnoticed
Hiding behind day-to-day living
Age enters as visitor
Maintaining decorum
Age comes as pinpricks
Easily ignored
And as days pass
Age makes living tedious
Age becomes permanent residents
Age rips body and mind.
Yet souls still fly
Yet souls still stir
For souls never age
And souls revive.

Thursday, March 8, 2018

Don't give: It's mine

You'll give me my rights
Thank you; that's kind, I'd say
But how do you give me
What's already mine, pray?
Borne in similar wombs
Sustained by same air
How do you see me
As a Second sex, just fair?
I'll go out or stay in
I'll live by own will
Don't tell me what to do
I've brains, same as you.
If you can't see that
I hardly care
Live life as equals
That's my dare!

Reflections On International Women's Day

A day set aside
A day celebrated with pride
To praise and eulogize
Even as wombs spill blood
Of unborn girl- child
As silent suffering suffocates
those that stay alive.
Curbs and restrictions
dogging each step
fingers pointed, voices raised
in admonition;
till tortures turn stale
to become her tale.
Dreams nipped in the bud
dreams unuttered
hearts drowned in blood
shackled and fettered
Every day, Every hour, Every turn
a matter of concern.
Yet WOMANHOOD unfurls
evolving with each twirl.

Monday, March 5, 2018

বাধা

হঠাত কেমন ইচ্ছে হল
হারিয়ে গেলে হয়
অমনি জাগল মনে ভয়-
পৃথিবীটা বিরাট আকার
যায় না দেখা এ পার ও পার
ঘর ছাড়া কি ঘরের হদিস পায়?

হল না আর হারিয়ে যাওয়া
লাগল না তাই পালে হাওয়া
থাকি বসে ঘরের কোণে
ভাবি কেবল মনে মনে
হারিয়ে গিয়ে পেতাম কিনা
স্বপ্নের আলয়।

ইচ্ছে ডেকে বলে আমায়
তাকা সম্মুখ পানে
দমকা বাতাস প্রতি কোনায়
উড়ুক মনের ফানুশ
চোখ রাঙ্গিয়ে ভয় ধমকায়
তুই বড্ড ছেলেমানুষ।

তোর একটু খানি বুদ্ধি যেন জাগে
সম্মুখ পানে পা বাড়াবার আগে
ডাইনে বাঁয়ে দেখ চেয়ে
হিসাব কোষে পাকা
পিছনে তোর কি পরে রয়
একটু খানি তাকা।

শুধু যদি করি হিসাব
ধরব কখন পথ?
সামনে আমার রাস্তা দেখি
তবু চলে না মোর রথ
এমনি করে দিন কেটে যায়
আর বলতে থাকি হায়।।

Wednesday, January 31, 2018

ভাবছ বুঝি গড়েছ
লখিন্দরের লোহার বাসর ঘর
চারিধার এঁটে বাঁধা
বিপদ কোন হবে না আর পার।
এক কোণে এক ছিদ্র আছে
অজান্তে কাল কেউটে আসে
সাধের বাসর
করে সে ছারখার।

ভাবছ বুঝি রক্ষা পেলে
মাতৃ গর্ভে পরিক্ষিতের মত
দিব্য কবচ পেয়ে হাতে
কত রঙ্গে আছ মেতে
রাজার মুকুট শীরে পরে
বিফল আশায় মর ঘুরে
অভিশাপ যায় ফলে
লুকিয়ে আছে তক্ষক দল শত।।

Monday, January 29, 2018

দিন জাপনের কঠিন জালে
পড়লি বাঁধা যেই
জীবন মুকুল পড়ল ঝড়ে 
খবর পেলি কই?
চারা গাছে দিলি নে তুই বেড়া
করলি এমন হেলা ফেলা
গাই ছাগলে মুড়িয়ে দিল
তখন সাঙ্গ হল খেলা।

সুগম হোলো চলা ভেবে 
ধরলি সহজ পথ
ছিঁড়ল যে তোর আশা মালা
ভাঙল মনোরথ
স্বপনেরে গাঁথলি না তুই ডোরে
রাখলি ঠেলে দূরে
ফানুশ হয়ে উড়ল তারা
সারা আকাশ জূড়ে।

দীনের প্রহর গেল চলে
অকারণের কাজে
সাঁঝ আরতির শঙ্খধ্বনি
ওই যে শুনি বাজে
মনের আঁধার রইল মনে ভরা
অসাড় হল ধরা
নিশুত রাতে পেল আকার
অধরা এক তারার।।