মনে হয় ছুটে যাই
ছুঁয়ে আসি একবার
চাঁদ মামা আড়ালে
অধরাই প্রতিবার।
মনে হয় দুটি হাতে
বুকে ধরি জড়িয়ে
তবু ছাই মুক্তোটা
ফেলে সবে ছড়িয়ে।
দুরু দুরু মন করে
চোখে শুধু আসে জল
হাসি, কথা, কলরব
বহে চলে অবিরল।
সামনের রাস্তা টা
কত খানি বেঁকেছে
অদেখা রসিক জন
কি যে ছবি এঁকেছে।
বাঘা বাঘা বাধাগুল
মাথা তুলে দাঁড়িয়ে
আড়াল করেছে আলো
তারা গেছে হারিয়ে।
ওই মনে আছে কিনা
অতিতের ছবি খানি
ভেবে ভেবে কাটে দিন
মন বলে- কি জানি।
বলেছিল- চলে জাও
এত বাড় বেড় না
তখনি তো জেনে গেছ
হয়েছ যে ফেলনা।
সুখ যদি এতে পাবে
কেন হাত বাড়ালে
গাছে তুলে দিয়ে বেশ
মই খানি সরালে।
আহামরি কি খেলা
মেতেছিল দুজনে
সাধু সাধু উঠে রব
তালি দেয় সুজনে।।
No comments:
Post a Comment