Saturday, March 26, 2016

রোজনামচা

রোজ আমি নাতুন করে লিখি
তুমি আমির হারান গল্প গাথা
চলতে চলতে হোঁচট খেয়ে থামা
ভরে ফেলি পাতার পরে পাতা

রোজ আমি নাতুন করে বুঝি
তুমি আমি বলছি দুই কাথা
ফনে ফমে যত আলাপচারি
তোমার আমার ভিন্ন ভালোবাসা।

No comments:

Post a Comment