Thursday, March 24, 2016

আর নই ক্ষুদিরাম

আর বার খাইয়ো না
এবার বাপু থাম
আমার গলায় ফাঁশির দড়ি
তোমরা নাচে নামো।

বুড়বক বানিয়েছ
অনেক এমন করে
লম্ফ ঝম্প করে মরি
তোমরা থাক দূরে।

মোদ্দা কোথা বলছি শোন
নিচ্ছি এবার বিদেয়
নিজের লড়াই নিজে লড়
মরছি আমি খিদেয়ে।

No comments:

Post a Comment