Wednesday, December 15, 2021

চুরি করা প্রেম

 

চুরি করে প্রেম করিস তুই 
তাই প্রেম তোর কলঙ্ক ঢাকা 
ভাবনার জটলা পাকে
উড়ে না মেলে পাখা 
 
চাঁদ কে দেখেছিস কি 
লুকিয়ে জ্যোৎস্না ছড়ায়
ফুল কি কভু আপন সুবাস
ভেবে চিন্তে বাতাসে মিশায়?
 
আছে যদি বুকে প্রেম
তবে কেন থাকা বাঁধা
দিন গুলো তোর খাঁচার পাখি
উড়ে যেতে পায় বাধা
 
চুরি করে প্রেম করিস তুই
তোর প্রেমে তাই চোর কাঁটা
গোলাপ বলে তুলতে গেলে
রক্ত ঝরে ফোঁটা ফোঁটা।

No comments:

Post a Comment