Wednesday, December 15, 2021

একই ভুল

 

প্রতি দিন একই ভুল করিস কি করে?
কথায় আছে,  দেখে শেখ না হয় ঠেকে শেখ
তোর কেনো শেখা হয় না
রোজ সকালে আধ পোড়া মন
চাঙ্গা করে আবার পুড়তে থাকিস
দিনের শেষে সেই তো ঘরে ফিরিস্
এক মুঠো ছাই হাতে করে
আশা করা আর আশা ভাঙ্গার খেলা
খেলেই চলিস ক্ষণে ক্ষণে
ভুলের ও কোন দিন ভুল হয়
তুই তবু ভুল করতে ভুলিস না
দিন থেকে মাস, মাস থেকে বছর
চলে তোর একগুঁয়ে, জেদি ভুল করা
আর তোর খেলাঘরে আগুন লাগে
তোর সাজানো বাগান যায় শুকিয়ে
ফাঁক আর ফাঁকি নিয়ে গড়িস সংসার।

No comments:

Post a Comment