Wednesday, December 15, 2021

ভিন দেশী তারা

 তোদের মাঝে এসেছিল

ভিন দেশের এক তারা

ডেকেছিল আদর করে

তোরা দিলি না কেউ সাড়া 

সে আপন মনে গেয়ে গেল গান

তখন শুনলি না সেই তান

তোদের হাঁসি খেলার মেলার মাঝে 

তোরা দিস নি তারে স্থান 

যখন খুদ্র আলো মলিন হয়ে

হল আন্ধার রাতে হারা

খুঁজতে এলি ভিন দেশী সেই তারা।।


No comments:

Post a Comment