আয় মন একটু ঘুরে আসি
এ ঘর নয়, ও ঘর নয়
পাহাড়, নদী, সমুদ্র নয়
এ এক অন্য ঘোরা
এবার নতুন ঘোরা
তুই আমি মুখোমুখি বসি
অনেক হল পরের কথা বলা
এবার আয় নিজের কথায় আসি
যে কথার কথা কেউ জানে না
না জেনেই করে হাঁসা হাঁসি
আজ সে কথায় আসি
ও মন, তোকে বন্ধক রেখে
সুদ গুনেছি বড়ই বেশী
এবার তবে তুই হারা আমি
আর আমি হারা তুই
এক হয়ে হাঁফ ছেড়ে বাঁচি
মন মিতা তুই দেখ না এসে
খোলস ছাড়া আমি টা কে
দশে গুনে মেশামিশি
জানিস তবে এটাই খাঁটি।
No comments:
Post a Comment