এখন অনেক রাত
ইতি উতি জ্বলছে কিছু বাতি
ক্লান্ত জীবন ঘুমের কোলে শুয়ে
চায় ধরতে আর এক আধা ভুবন
দেখা যায় বাঁকা চাঁদ এক ফালি
জ্যোৎস্না দিয়ে ধুয়ে দিচ্ছে পথ
তারই উপর চলছে যেন ধেয়ে
স্বপ্ন বোঝাই কার সে জয় রথ
হাত বাড়িয়ে দাঁড়িয়ে সারী সারী
কাঙাল গুলো লোলুপ দৃষ্টি হানে
স্বপ্ন ভেঙ্গে এক আধ টুকরো যদি
ছিটকে পরে কভু কারো পানে
কুড়িয়ে নিয়ে ফেলবে ঝোলায় পুরে
ফিরবে নিয়ে দিনের সঞ্চয়
দু দিন না হয় কাটবে হেসে খেলে
ভুলে প্রতি দিনের পরাজয়।।
No comments:
Post a Comment