Thursday, April 28, 2016


You say I'm rude
Perhaps you mean forthright?
You may be right
Or are you frustrated?
For you've lost control
And loss of power is bad
Neither is acceptable
I have a suggestion
Let's stop playing games
Hide and seek is for kids
Cat and mouse we'll leave
To detectives: a mason or Christie
Now comes pretense
That's not my cup of tea
Go imprison yourself willingly
Mind's your jailor, it holds you fast
World's so vast
I'll roam free
My shackles, broken once,
I'll make my new destiny. 
ওরে ওরে রাধারানী
শেষে করলি মন চুরি
তোর প্রেমে কালা মজেছে
আর আরেক বুকে ছুরি।

রাধা তুই বেসেছিস ভালো
ছলা কলা করিস নি তুই
তোর মনে নেই কালো।

তা বলে তুই ভাবিস মিছে
সখিরা তোর পাশে
ভুলতে কি আর পারে
তারা হেরেছে তোর কাছে। 

I bought a slave today

I bought a slave today
cheap as cheap could be
a few sweet words I used
then it came for free.

I'll use it as I will
call to bed or throw out
pet and caress
or beat with stick stout

I'll feed it with honey
or starve it for days
I'll go soft, I'll go hard
I'll treat it any which way

It's bound to me for life now
Let it stay long as I please
when its of little use
I'll discard it with ease

It'll stay in my kennel
and come out for work
it's safe here with me
unless it learns to bark

Its teeth I've broken first
no issues there for me
whatever it does can't bite
that's foresight you see.

Wednesday, April 27, 2016

A Woman's Failure

I failed
To build that wall
To take a call
To sail with the wind
To know my sin

Barbs I took
To heart like hooks
They dug deep
Took away sleep

You found me wild
Not quite your style
No bowing nor stooping
So world  would go whooping

A woman so fallen
To forget her calling
To stand and demand
Not obey command

I failed
To build that wall
To take that call
To sail with the wind
To know my sin.

Perspectives

Ever since you left I've known
I'll never be happy again
Days and nights might roll
I'll still feel the pain.

In loving I've erred
Bats can't fly by day
In loving I've missed
The coming of May

Open mind's not enough
Nor good intent
Hands held out in peace
Draw forth contempt.

I see tears in other eyes
Feel another heart's ache
They see me as vile
And tie me to a stake.

World's what we make it
No rights or wrongs
Take it as a battle
Or sing it as a song.

Tuesday, April 26, 2016

রাইয়ের কথা

শ্যাম বলে রাই সবুর কর
আসব আবার গোকুলে
কিসের এত ছটফটানি
কিসের এত ব্যথা
কেন কর বাড়াবাড়ি
অহেতুক ব্যকুলতা।

ও শ্যাম তুমি ছিলে না
এমন হৃদয় হীন
আমার প্রেমের ধরন দেখি
ভাব অর্থহীন।
আমি যে শ্যাম তোমা বিনা
নারি বাঁচিতে
সে কি আমার দোষ কানু
চাই ভালোবাসিতে?

তবে কেন তমাল তলে
আসতে নিয়ে বাঁশী
করতে এসে লীলা খেলা
পিছু পিছু আসি
পারিনে ভুলিতে সে দিন
একি অপরাধ?
ছুটে যাই তোমার কাছে
তাই তোমার বিরাগ

পড়েছি এ কি বিপদে
কারে বলি হায়
কানু কানু জপে বুঝি
পরাণ আমার যায়।।

Monday, April 25, 2016

Rebirth

Where am I?
What am I?
Why am I
The way I am?
Questions come
One by one
A life to live
A pulse of love
Gone by in a wink
Disoriented I.

A babe again
Learn to walk
Learn to talk
A different road
A different load
Make way for I
Journey's on
past is gone
On home run
Come meet the sun.

Friday, April 15, 2016

Love Won't Go Away


For days I’ve lived without you
For days I’ve known you don’t stand true
My heart you’ve broken a dozen times o’er
Yet I’ve not tried to settle score
For whatever you do, whatever you say
My love for you won’t go away.

Many a time you’ve made me mad
Many a time you've ignored when I was sad
In many a way you’ve made me change
For many a break I’ve taken the blame
Yet whatever you do, whatever you say
My love for you won’t go away.

Today my life has spun out of control
Today I’m a wandering lost soul
Every moment’s a challenge of life
Every hour I live on edge of knife
Yet whatever you do, whatever you say
My love for you won’t go away.

My well wishers  come down in hordes
Give suggestions and advice in various dose
To none of them could I explain
How my heart hurt, where I feel pain
For whatever you do and whatever you say
My love for you won’t fade away.

Tuesday, April 12, 2016

You lost a few more bits of me today
irreplaceable bits you could've saved
a vase you held in hand, intricately designed
you let it slip and drop, unawares or uncaring.

through the evening were we at play
unspeakable pleasures we enjoyed
feelings grew, hopes of finding anchor
yet we parted, perhaps for ever

what irony of fate to stand face to face again
not touching, not intimate, not in sync
two strangers now, bent on pretense
why this urge to share past orgasms again?

prostitution has become our destiny
envy the times when moon and flowers enticed
alas! we've walked a long way to see world clearly
our theaters, like our beds, forsaken.







Monday, April 11, 2016

নারাজ কাল বৈশাখী

ঈশান কোন আঁধার করে আসে
ধেয়ে আসে সদ্য মাতাল হাওয়া
ঝম ঝমিয়ে বৃষ্টি ছুতে এসে
ভিজিয়ে দয়ে তপ্ত ছাত আর দাওয়া।

এল মেল দুলছে গাছের মাথা
সিক্ত হবার আনন্দে তে মেতে
উড়ে বেড়ায় ঝরা পাতার দল
স্কুল পালান শিশুর মত হেসে।

টুপ টাপ টুপ আম পড়ছে দেখে
বেরিয়ে পড়ে কিশর বুড়োর দল
কেউ বা শুধুই আম কুড়াতে আসে
কেউ বাখঞ্জে বরফ জমা জল।

সে দিনের সেই কাল বোশেখি ঝড়
করেছে আজ রেগে গিয়ে আড়ি
ত্রাহি ত্রাহি  যতই ডেকে মরি
আসবে না সে আমাদের বাড়ি।

এসির বাতাস লাগিয়ে নি গায়ে
আমরা আজ অতি ভদ্রলোক
আড্ডা ছেড়ে করতে থাকি চ্যাট
শুন্য পড়ে থাকে মদের রক।

সাবেক কালের কাল বোশেখ তাই
পায় না সাহস আসতে  ধেয়ে আর
স্নিগ্ধ কিসে হাবে বসুন্ধরা
কি ভাবে যে হবে গ্রীষ্ম পার।।

Wednesday, April 6, 2016

অবাক

আর তো আমি কাঁদছি না
কারণ টা কি?
প্রেম তুফানে ফাঁসছি না
থাকি থাকি
মন দরিয়ায় ভাটার টান
লাগল বুঝি
এবার বাঁচার তাগিদটা ওই
জাগল বুঝি
উঠছে বাজার কাল যেখানে
মন্দা ছিল
পাখনা এবার খুলছে যেটা
বন্ধ ছিল
চাকা এবার ঘুরল দেখো
উল্টো দিকে
ডুবছিল যে সুজ্জি দেখো
রইল টিকে।।

প্রাণ বাঁচিয়ে পালা

চার ধারে হেরি কত জ্ঞানী গুণী জন
ঝুড়ি ঝুড়ি কথা বলে ভয়ে কাঁপে মন
এই বুঝি তেড়ে এসে টিকি ধরে টেনে
বলবে করেছ ভুল নাও বাপু মেনে
শুনি আর ভাবি শুধু  আমি কত বোকা
এখানে খুলেছি খাপ, মাথা ভরা পোকা
মানে মানে কেটে পড়ি, বাঁচে তবে মান
ছোট খাটো জানাগুলো রবে অম্লান
সেই কবে পড়েছি অ,আ,ক,খ,গ
তার জোরে এত দূর, একেবারে থ
আর গিয়ে কাজ নেই, দাঁড়ি টেনে ফেলি
না হলেই লাল চখে হাঁকে-কেন এলি।

হারব না রে হারব না


খাঁড়া হাতে আসছে ধেয়ে
ক্ষ্যাপা মায়ের ক্ষ্যাপা মেয়ে
রক্ত এবার করবে বুঝি পান
গেল বুঝি গেল দুটি প্রাণ।

মাথার উপর নাচছে দেখো
ডাইনে বাঁয়ে চাইছে না কো
শ্মশান করে ফেলবে বুঝি জান
গেল বুঝি গেল দুটি প্রাণ।

ভাবিস কি তুই তারা হবি
মুণ্ড মালা কণ্ঠে নিবি
থাকবে ওরে থাকবে টিকে গান
পারবি না তুই নিতে দুটি প্রান।।