Wednesday, April 6, 2016

হারব না রে হারব না


খাঁড়া হাতে আসছে ধেয়ে
ক্ষ্যাপা মায়ের ক্ষ্যাপা মেয়ে
রক্ত এবার করবে বুঝি পান
গেল বুঝি গেল দুটি প্রাণ।

মাথার উপর নাচছে দেখো
ডাইনে বাঁয়ে চাইছে না কো
শ্মশান করে ফেলবে বুঝি জান
গেল বুঝি গেল দুটি প্রাণ।

ভাবিস কি তুই তারা হবি
মুণ্ড মালা কণ্ঠে নিবি
থাকবে ওরে থাকবে টিকে গান
পারবি না তুই নিতে দুটি প্রান।।

No comments:

Post a Comment