Tuesday, April 26, 2016

রাইয়ের কথা

শ্যাম বলে রাই সবুর কর
আসব আবার গোকুলে
কিসের এত ছটফটানি
কিসের এত ব্যথা
কেন কর বাড়াবাড়ি
অহেতুক ব্যকুলতা।

ও শ্যাম তুমি ছিলে না
এমন হৃদয় হীন
আমার প্রেমের ধরন দেখি
ভাব অর্থহীন।
আমি যে শ্যাম তোমা বিনা
নারি বাঁচিতে
সে কি আমার দোষ কানু
চাই ভালোবাসিতে?

তবে কেন তমাল তলে
আসতে নিয়ে বাঁশী
করতে এসে লীলা খেলা
পিছু পিছু আসি
পারিনে ভুলিতে সে দিন
একি অপরাধ?
ছুটে যাই তোমার কাছে
তাই তোমার বিরাগ

পড়েছি এ কি বিপদে
কারে বলি হায়
কানু কানু জপে বুঝি
পরাণ আমার যায়।।

No comments:

Post a Comment