Wednesday, April 6, 2016

অবাক

আর তো আমি কাঁদছি না
কারণ টা কি?
প্রেম তুফানে ফাঁসছি না
থাকি থাকি
মন দরিয়ায় ভাটার টান
লাগল বুঝি
এবার বাঁচার তাগিদটা ওই
জাগল বুঝি
উঠছে বাজার কাল যেখানে
মন্দা ছিল
পাখনা এবার খুলছে যেটা
বন্ধ ছিল
চাকা এবার ঘুরল দেখো
উল্টো দিকে
ডুবছিল যে সুজ্জি দেখো
রইল টিকে।।

No comments:

Post a Comment