Thursday, April 28, 2016

ওরে ওরে রাধারানী
শেষে করলি মন চুরি
তোর প্রেমে কালা মজেছে
আর আরেক বুকে ছুরি।

রাধা তুই বেসেছিস ভালো
ছলা কলা করিস নি তুই
তোর মনে নেই কালো।

তা বলে তুই ভাবিস মিছে
সখিরা তোর পাশে
ভুলতে কি আর পারে
তারা হেরেছে তোর কাছে। 

No comments:

Post a Comment