চার ধারে হেরি কত জ্ঞানী গুণী জন
ঝুড়ি ঝুড়ি কথা বলে ভয়ে কাঁপে মন
এই বুঝি তেড়ে এসে টিকি ধরে টেনে
বলবে করেছ ভুল নাও বাপু মেনে
শুনি আর ভাবি শুধু আমি কত বোকা
এখানে খুলেছি খাপ, মাথা ভরা পোকা
মানে মানে কেটে পড়ি, বাঁচে তবে মান
ছোট খাটো জানাগুলো রবে অম্লান
সেই কবে পড়েছি অ,আ,ক,খ,গ
তার জোরে এত দূর, একেবারে থ
আর গিয়ে কাজ নেই, দাঁড়ি টেনে ফেলি
না হলেই লাল চখে হাঁকে-কেন এলি।
No comments:
Post a Comment