Monday, April 11, 2016

নারাজ কাল বৈশাখী

ঈশান কোন আঁধার করে আসে
ধেয়ে আসে সদ্য মাতাল হাওয়া
ঝম ঝমিয়ে বৃষ্টি ছুতে এসে
ভিজিয়ে দয়ে তপ্ত ছাত আর দাওয়া।

এল মেল দুলছে গাছের মাথা
সিক্ত হবার আনন্দে তে মেতে
উড়ে বেড়ায় ঝরা পাতার দল
স্কুল পালান শিশুর মত হেসে।

টুপ টাপ টুপ আম পড়ছে দেখে
বেরিয়ে পড়ে কিশর বুড়োর দল
কেউ বা শুধুই আম কুড়াতে আসে
কেউ বাখঞ্জে বরফ জমা জল।

সে দিনের সেই কাল বোশেখি ঝড়
করেছে আজ রেগে গিয়ে আড়ি
ত্রাহি ত্রাহি  যতই ডেকে মরি
আসবে না সে আমাদের বাড়ি।

এসির বাতাস লাগিয়ে নি গায়ে
আমরা আজ অতি ভদ্রলোক
আড্ডা ছেড়ে করতে থাকি চ্যাট
শুন্য পড়ে থাকে মদের রক।

সাবেক কালের কাল বোশেখ তাই
পায় না সাহস আসতে  ধেয়ে আর
স্নিগ্ধ কিসে হাবে বসুন্ধরা
কি ভাবে যে হবে গ্রীষ্ম পার।।

No comments:

Post a Comment