Wednesday, February 15, 2023

ঘড়ির চোখ রাঙ্গানি

ওই যে ওই ঘড়ির কাঁটা  চলে

টিক টিক টিক টিক টিক

ঘুরে সারা দিন

বিরাম বিহীন 

তার অন্য ভাষা নেই

কোথায় ছল সুধাই যদি

কয় না কথা তাই

বাঁধা গতে চলতে থাকা তার

এক দুই তিন এগিয়ে চলা

বারর ঘরে লে পরে

এগোয় না সে আর।


ছুটি মোরা তার নিদানে

থাকুক বা না থাকুক মানে

পাগলা ঘোড়ায় হয়েছি সওয়ার

ছুটে চলি বাঁচা ভুলে

কোন দিকে যাই নেই দিশা তার

ঘড়ির কাঁটা আটকে গেলে

ঘোড়া পালায় পথে ফেলে

হায় হায় হায় বলা বেকার


সময় যদি হত নদী 

অবিরত বইত যদি 

থাকত না চোখ রাঙ্গানি

আস্তে ধীরে আপন মনে

চলা হত সবার সনে

ভেসে ভেসে ভেসে চলে

পৌঁছে যেতাম সাগর পার।।

 

No comments:

Post a Comment