Wednesday, February 8, 2023

পথ চলতে

 পথ চলতে পরিচয় হারিয়ে এলাম

আজ আমি কেউ নই

কোন ডালেফুটেছিলাম

সে ঠিকানা আর মনে নেই

ছড়িয়ে গেছি জল, স্থল, আসমানে

মিলিয়ে গেছি শত কোলে

হিসাব রাকার উপায় নেই

আছে আমার অন্তবিহীন পথ চলা

আছে আমার প্রতি প্রাতে দ্বার খোলা

আমি হয়ে বাঁচা, তবু আমি কই?

No comments:

Post a Comment