Wednesday, February 15, 2023

অপেক্ষার রোজনামচা

 সকাল হলে তোমার প্রেমে পড়ি
দু হাত দিয়ে জড়িয়ে ধরি


কিন্তু একি একি
আলিঙ্গনে বাঁধা ফাঁকি


দুপুর বেলা তোমায় মনে করি
রঙিন ছবিতে  পাতা ভরি


ওমা, একি দেখি
রং ধুয়ে সাদা হলো নাকি!


সন্ধ্যে এলে আসন পেতে রাখি
দণ্ড দুয়েক বসো যদি
সেই আশাতে থাকি


আসা যাওয়ার মাঝে
সব কথা রয় বাকি


দিনের পরে দিন বাড়ে ঋণ
তুচ্ছ বাঁধন ছিঁড়ে এবার হব লীন।



No comments:

Post a Comment