এক একটা রাত ভীষণ রকম পর
কোথায় যেন লুকিয়ে রাখে ঘুমের চাদর
এ পাশ, ও পাশ, কত রকম চেষ্টা
কাহিল হয়ে থামতে হল শেষটা
কেন বাপু? কিসের এত গুমর?
সবার চোখে গিয়ে বস
শুধু আমার ভাঙ কোমর
এক দিন ঠিক করে দেব আড়ি
দেখবে তখন, আমিও পারি
ফির সে দিন দেখব না
যতই কর বায়েনা
নিজের মনে থাকব জেগে
তোমায় দেখিয়ে দেব পথ।।
No comments:
Post a Comment