Thursday, May 17, 2018

No Reason to Stay

Every day a bubble burst
Every day a dream lost
Every day distances stretch
No reason to stay

Every smile a dagger hides
Every word shows different minds
Every step finds roads diverge
No reason to stay.

What’s gone is gone, no returns
What’s done is done, ne’er undone
Times spent will not bend in circles turn
No reason to stay.


বন্দী মুক্তি

বুকের খাঁচায় কথাগুলির গুমরে মরা
ডানা মেলে বারে বারে আছড়ে পড়া

মুক্ত হবার পরানপনে চেষ্টা করা
মনের ঘরে তবু থাকে  বন্দি তারা।

রোজ চলেছে লড়াই তাদের স্বাধীন হবার
ভাগ্যে আছে মরে গিয়ে স্বাদহীন হবার

বাঁচে তবু, বাঁচে তারা মনের জোরে
ঠুলি পরে ঘানির চাকা ঘুরিয়ে মরে।

পেত যদি খোলা আকাশ, খোলা বাতাস
বাঁচার মত বাঁচতে পেয়ে মিটত পিপাস

কার মনে সে জাগিয়ে দিত নতুন আশা
কার মুখেতে জুগিয়ে দিত নতুন ভাষা

নাকি আবার সিংহাসনে জাঁকিয়ে বসে
অন্য মনের কথে কে সে ফেলত পিষে


ভুলে যেত খাঁচার ভিতর বন্দি দশা
ভুলে যেত পুরান সেই বাঁচার আশা।।

Masks

Masks put on 
to face the world
Masks concretized 
to become face
Tortured grimace hides
Behind smiling exteriors
Thoughts, sordid or lofty
Locked under set stance
Impossible to crack
Impregnable as mountains
The mask lives on 
through life
The mask lives on 
beyond death.

Masks crafted
to impress
Masks constructed
to mislead
Agenda unrevealed
Falsification concealed
Photoshopped
Cropped and edited
Living dual lives, or more
Realities beyond reality
A world full of masks
Unable, unwilling
to unmask
in life and death.

Thursday, April 26, 2018

আসল নকল

আমার মাঝে লুকিয়ে রাখি আমি
ভুলে থাকি গোপন আমি হিরের চেয় দামী।

নকল আমি গড়ে প্রতি দিন
তারে নিয়ে আমি থাকি লীন
ভবের হাটে করতে থাকি খেলা
গোপন আমি ধুলায় হেলা ফেলা।

সাঁঝের বেলা ভাসে শশীর ভেলা
সময় হয় খেলা ভাঙা খেলার
গোপন আমি বলে হেসে

এবার আমার বেলা।।

On Aging

Age creeps up unnoticed
Hiding behind day-to-day living
Age enters as visitor
Maintaining decorum
Age comes as pinpricks
Easily ignored
And as days pass
Age makes living tedious
Age becomes permanent residents
Age rips body and mind.
Yet souls still fly
Yet souls still stir
For souls never age
And souls revive.

Thursday, March 8, 2018

Don't give: It's mine

You'll give me my rights
Thank you; that's kind, I'd say
But how do you give me
What's already mine, pray?
Borne in similar wombs
Sustained by same air
How do you see me
As a Second sex, just fair?
I'll go out or stay in
I'll live by own will
Don't tell me what to do
I've brains, same as you.
If you can't see that
I hardly care
Live life as equals
That's my dare!

Reflections On International Women's Day

A day set aside
A day celebrated with pride
To praise and eulogize
Even as wombs spill blood
Of unborn girl- child
As silent suffering suffocates
those that stay alive.
Curbs and restrictions
dogging each step
fingers pointed, voices raised
in admonition;
till tortures turn stale
to become her tale.
Dreams nipped in the bud
dreams unuttered
hearts drowned in blood
shackled and fettered
Every day, Every hour, Every turn
a matter of concern.
Yet WOMANHOOD unfurls
evolving with each twirl.

Monday, March 5, 2018

বাধা

হঠাত কেমন ইচ্ছে হল
হারিয়ে গেলে হয়
অমনি জাগল মনে ভয়-
পৃথিবীটা বিরাট আকার
যায় না দেখা এ পার ও পার
ঘর ছাড়া কি ঘরের হদিস পায়?

হল না আর হারিয়ে যাওয়া
লাগল না তাই পালে হাওয়া
থাকি বসে ঘরের কোণে
ভাবি কেবল মনে মনে
হারিয়ে গিয়ে পেতাম কিনা
স্বপ্নের আলয়।

ইচ্ছে ডেকে বলে আমায়
তাকা সম্মুখ পানে
দমকা বাতাস প্রতি কোনায়
উড়ুক মনের ফানুশ
চোখ রাঙ্গিয়ে ভয় ধমকায়
তুই বড্ড ছেলেমানুষ।

তোর একটু খানি বুদ্ধি যেন জাগে
সম্মুখ পানে পা বাড়াবার আগে
ডাইনে বাঁয়ে দেখ চেয়ে
হিসাব কোষে পাকা
পিছনে তোর কি পরে রয়
একটু খানি তাকা।

শুধু যদি করি হিসাব
ধরব কখন পথ?
সামনে আমার রাস্তা দেখি
তবু চলে না মোর রথ
এমনি করে দিন কেটে যায়
আর বলতে থাকি হায়।।

Wednesday, January 31, 2018

ভাবছ বুঝি গড়েছ
লখিন্দরের লোহার বাসর ঘর
চারিধার এঁটে বাঁধা
বিপদ কোন হবে না আর পার।
এক কোণে এক ছিদ্র আছে
অজান্তে কাল কেউটে আসে
সাধের বাসর
করে সে ছারখার।

ভাবছ বুঝি রক্ষা পেলে
মাতৃ গর্ভে পরিক্ষিতের মত
দিব্য কবচ পেয়ে হাতে
কত রঙ্গে আছ মেতে
রাজার মুকুট শীরে পরে
বিফল আশায় মর ঘুরে
অভিশাপ যায় ফলে
লুকিয়ে আছে তক্ষক দল শত।।

Monday, January 29, 2018

দিন জাপনের কঠিন জালে
পড়লি বাঁধা যেই
জীবন মুকুল পড়ল ঝড়ে 
খবর পেলি কই?
চারা গাছে দিলি নে তুই বেড়া
করলি এমন হেলা ফেলা
গাই ছাগলে মুড়িয়ে দিল
তখন সাঙ্গ হল খেলা।

সুগম হোলো চলা ভেবে 
ধরলি সহজ পথ
ছিঁড়ল যে তোর আশা মালা
ভাঙল মনোরথ
স্বপনেরে গাঁথলি না তুই ডোরে
রাখলি ঠেলে দূরে
ফানুশ হয়ে উড়ল তারা
সারা আকাশ জূড়ে।

দীনের প্রহর গেল চলে
অকারণের কাজে
সাঁঝ আরতির শঙ্খধ্বনি
ওই যে শুনি বাজে
মনের আঁধার রইল মনে ভরা
অসাড় হল ধরা
নিশুত রাতে পেল আকার
অধরা এক তারার।।

Wednesday, January 3, 2018

Challenge to Adversity

I'll be happy, do what you will
I'll be happy despite ills
As raindrops fall, as clouds growl
Blossoms still bloom, they never scowl
My smiles are rainbows in tear washed skies
My joys come to answer perfidy.

I'll live, though you tell me to die
I'll laugh, though you make me cry
As hot winds blow, as noons lay bear
Fruits still ripen, they don't stand scared
My strengths are mountains standing high
My will has wings to make me fly.

Yesterday and Today

Yesterday I was a wee bit lonely
Yesterday I had some niggling doubts
Yesterday I yearned for appreciation
Yesterday I fought for clout
Yesterday I clung in desperation
Staked all to be part of the gay
Today dawns a different day
Today my style fits my way
I dance by myself, sing my own lay
With sunshine fill the rest of my stay.

Yesterday I shed bitter tears
Yesterday I found fault in world's ways
Yesterday I snuffed out my dreams
Yesterday I lived with hundred nays
Yesterday I flowed against my stream
Gave up all and more than I may
Today dawns a different day
Today I win back my unique way
I walk with head high, swing to my sway
With sunshine fill the rest of my stay.