ও যদি চলে যায়, পিছু ডেক না
অহেতুক আশা করে বসে থেকো না
সোহাগের সময় সে যতই মধুর
কাল তারে ক্ষয় করে, যায় সে সুদুর
নদীর স্রোত কে মিছে বেঁধে রেখ না
ঝরে যাওয়া ফুল দিয়ে মালা গেঁথো না
দিন আসে দিন যায় মানে না বাধা
কার হাতে ডোর ধরা মনে সে ধাঁধা
নীড় ছাড় উড়ে যাও পাখনা মেলা
শুরু হলে শেষ আছে, এটাই খেলা
ক্ষণিকের ভালবাসা, ক্ষণিকের জয়
মনের কুহক তারে ভাবে মধুময়।।
No comments:
Post a Comment