Monday, November 28, 2022

প্রেমের উত্তরণ

 প্রেম এল উত্তাল তরঙ্গ

বাঁধ ভাঙ্গা প্লাবনে

খড় কুটো জীবন ভসিয়ে 

অসহায় আলিঙ্গনে পাড়ি দেয়

অজানাসাগর

 

ওঠা পড়া, ঘাত প্রতিঘাত

উচ্ছ্বাস, উন্মাদনা, পরিতৃপ্তি

বেদনা, হতাশা, অশ্রু 

পেরিয়ে হৃদয় ভঙ্গ

মধুর -কঠিন সে পথ চলা


অপেক্ষার দীপ শিখা জ্বেলে

আঁখি মেলে রাখা নিশফল 

আশাহত আশা পার করা 

নিরাশার ঘেরা টোপে

প্রেম ডোবে অতলে


সাগর কাড়ে, সাগর ই ফেরায়

প্রেমিকের নব জন্ম

নির্মল ভালবাসা হয়ে

মোহ মুক্ত, আশঁসন বিহীন

তুমি আছ, আমি আছি

বিরাট উন্মুক্ত অখিল।।


No comments:

Post a Comment