চল মন বেড়াতে যাই
ঘরে বসে থাকা হল বালাই
চল তবে বেড়াতে যাই
খাঁচা খানা ছেড়ে দিয়ে
ভাঙা ডানা ছোটফটিয়ে
কোনোমতে উড়ে গিয়ে
নতুন একটা আকাশ পাই
চল চল বেড়াতে যাই
শেখান বুলি আওড়িয়ে
দাঁড়ে বসে দিন কাটিয়ে
কি ছাই রতন পেলি
মিছে কেন অন্তর খোয়াই
চল তবে বেড়াতে যাই
ঘর ছেড়ে চল পালাই।।
No comments:
Post a Comment