Monday, November 28, 2022

চল মন

 চল মন বেড়াতে যাই

ঘরে বসে থাকা হল বালাই

চল তবে বেড়াতে যাই

খাঁচা খানা ছেড়ে দিয়ে

ভাঙা ডানা ছোটফটিয়ে 

কোনোমতে উড়ে গিয়ে

নতুন একটা আকাশ পাই

চল চল বেড়াতে যাই

 

শেখান বুলি আওড়িয়ে

দাঁড়ে বসে দিন কাটিয়ে

কি ছাই রতন পেলি

মিছে কেন অন্তর খোয়াই

চল তবে বেড়াতে যাই

ঘর ছেড়ে চল পালাই।। 

No comments:

Post a Comment