Wednesday, November 16, 2022

৭০ এল

 আরও একটু এগিয়ে গেলাম

আর এক দশক এল

নতুন করে দেখি আবার

কি আছে আর দেখা

ইচ্ছে এবার বলছে ডেকে

আবার পাল্টে যা

গতে বাঁধা ইঁদুর দৌড় 

আর না, আর না।

পা ছড়িয়ে দুপুর রোদে

মনের সুত ছাড়ি

যাক সে সুদুর ভেসে

বছর গুলো ঘুরুক ফিরুক

যখন তখন গল্প লিখুক

পাঠক জনের হলে অভাব

নেই পরোয়া কিছু

ছুটতে আর হবে না

নামের পিছু পিছু

আছে অনেক জানার, বোঝার

দু চোখ মেলে থাকি

দুরের ডাক আসে যদি

দুয়ার খলা রাখি।।

 

No comments:

Post a Comment