আরও একটু এগিয়ে গেলাম
আর এক দশক এল
নতুন করে দেখি আবার
কি আছে আর দেখা
ইচ্ছে এবার বলছে ডেকে
আবার পাল্টে যা
গতে বাঁধা ইঁদুর দৌড়
আর না, আর না।
পা ছড়িয়ে দুপুর রোদে
মনের সুত ছাড়ি
যাক সে সুদুর ভেসে
বছর গুলো ঘুরুক ফিরুক
যখন তখন গল্প লিখুক
পাঠক জনের হলে অভাব
নেই পরোয়া কিছু
ছুটতে আর হবে না
নামের পিছু পিছু
আছে অনেক জানার, বোঝার
দু চোখ মেলে থাকি
দুরের ডাক আসে যদি
দুয়ার খলা রাখি।।
No comments:
Post a Comment