Wednesday, November 16, 2022

আবল তাবল

মুখ রাখো ঢেকে 

চোখে যখন ঠুলি পরা 

কি হবে ছাই দেখে

আকাশ, ঘাস, রাস্তা, বাড়ি

সবই আছে ঠিক

মন টা হল গোলমেলে

করে টিকটিক

দাঁড়া, এবার ধমক খাবি

বুঝবি তখন মজা

কথায় কথায় বিগড়ে  যাবার

এটাই সঠিক সাজা ।


কি হয়েছে বলি

সকাল সকাল উঠে দেখি

মুখটা তোল হাঁড়ী 

মনের ডানা কাটা

যতই তারে ঝাপটাই

উড়ার উপায় নেই

দূরত্ব মেপে রাখি

হয় না কথাউ যাওয়া

বলছি কথা শোন

মনটা আজ বড়ই খারাপ

যতই খুঁজতে যাই

কারণ খুঞ্জে পাই না। 



No comments:

Post a Comment