Tuesday, November 8, 2022

জটিল প্রশ্ন

 হয়ত তোমায় দেখলে চিনব না 

বলে বসব - আপনি কে? 

তুমি তখন অবাক হবে ভারি 

ডেকে ডেকে বলবে - আমি ! আমি!

মনে ভাবব - আমি তো সকলেই 

এই আমি কোন আমি না জানি 

মেনে না হয় নিলাম তুমিও কোন আমি

আমি এবার কি কড়ি তা জেনে? 

অচেনা এই চেনা মানুষ টি কে 

বসাব কি আমার ঘরে এনে? 

জটিল প্রশ্ন, জটিলতর ধাঁধা

আকাশ পাতাল ভাবি, জবাব আসে আধা।।

No comments:

Post a Comment