Saturday, April 29, 2017

পিরীত কি রীত

পিরীত কি রীত বঝে কয়ে জনা?
কেউ বলে কান্ঠালের আঠা
পিরীত লাগলে পরে ছারে না
কেউ বলে সে শুধু যন্ত্রণা।
কেউ বা ভাসে চোখের জলে
কেউ পরে বাঁধন
কেউ বা তারে দূরে ঠেলে
বলে পিরীত নিষ্প্রয়োজন।
যেন পিরীত নামে খেলছে সব জনা
তবু পিরীত কি রীত জানে কয়জনা?

হারিয়ে যাওয়া ছেলেবেলা

হারিয়ে যাওয়া ছেলেবেলা
আসছে ফিরে ফিরে
করছে রঙ্গ মেলা
আমার নিখোঁজ ছেলেবেলা।

মনে পড়ে? না পড়ে না?
আবছা আধো ছায়া
ধীরে ধীরে ধরেছে
নতুন কায়া, এ এক মায়া।

ছিল যারা অতি চেনা
প্রতি দিনের সাথী
দূরে তাদের দিল ঠেলে
কালের স্রোত আসি

সাগর যেমন ফিরায় রতন
করে নিয়ে গ্রাশ
জীবন সাগর তেমন করে
এনে দিল আজ।।

Sunday, April 23, 2017

Failed Farewell

I bid you goodbye
On spur of moment
In intense heat
Unthinking
Blinded
And by and by
Your memories surface
Like drops of water
From a leaking tap
Unstoppable
The sun and the shade
The warmth and the chill
Warring adversaries
Breaking the backbone
Of that goodbye.

That one desperate hug
That crushing embrace
Breaking the back of anger
That ran like fever in bloodstream
Melting the ice cold hurt
Condensed around my heart
Letting love flow again
Half eager half reluctant
Timid and dove like
A trickle of a creek
Afraid to gather speed
Waiting for another blow
To scuttle into retreat.

Unwanted

Unwanted

Like a single shoe
Its pair lost or stolen
Discarded

Like a movie ticket
After show's over
Destroyed

Like an old phone
With few features
Exchanged

Thursday, April 20, 2017

Your World Conspires

I wanna love you
forever and more
I wanna dream
of champagne and rose
Your world conspires
Your world's all gray
won't let me love
in my own way.

And so I don't love you
don't come in world's way
and so I go back
to my dreary days
Your world's happy
to let me stray
Your world's happy
to let me fade away.

I wanna hold you
close to my breast
I wanna let go
of the rest
Your world conspires
makes me regress
won't let me hold you
as I know best.

And so I don't hold you
put Your world to the test
and so I refrain
with heaving breast
and your world's delighted
to watch me fall
Your world's delighted
to hinder and stall.

I wanna kiss you
full, deep and long
I wanna feel
You and I belong
Our worlds conspire
won't give us our dues
won't let me kiss
it gives me the blues.

And so I don't kiss you
don't take a chance
and so I give up
my song and dance
Your world's happy
to see me low-laid
Your world's happy
to make me its slave.


Monday, April 17, 2017

The Stepping Stone

I lay on a shore
a well -formed stone
feeling blessed
hundreds stepped on me
to reach their boats;
None looked back
Few bid goodbye
as they sailed away.
Non remembered
that stepping stone
that supine lay.

With passing time
worn and brittle
grow that stone
no longer fit to be
a stepping stone
Now unwanted
kicked out of their path
by travellers,
in my mind
their memories haunt
each footprint
an immortal print
on my burning soul.

হেস না

হেস না
তোমার হাসি অসঝ্য
লুকিয়ে রাখে হাজার কথা
হাজার অসত্ত।

হেস না
তোমার হাসি বিষাক্ত
মেরে ফেলে হাজার আশা
হাজার আনন্দ।

হেস না
তোমার হাসি বেনিয়ম
উলটে দেয় ছকে বাঁধা
আমাদের জীবন।

হেস না
তোমার হাসি রক্তঝরা
ফোঁটা ফোঁটা চুইয়ে পড়ে
সাঙ্গ করে ছড়া।।

এ জীবন র ভালো লাগে না

এ জীবন আর ভালো লাগে না
থোড় বড়ী খাড়া দিন
আর কাটে না
সকালের সুজ্জিটা 
ম্যাড় মেড়ে ম্লান
সন্ধ্যাতে চাঁদ মামা
আড়ালে পালান
কিছু আর মনে ধরে না
থোড় বড়ী খাড়া দিন
মোটে কাটে না।

এ জীবন আর ভালো লাগে না
থোড় বড়ী খাড়া দিন
যেন কাতে না
কাল ঘুরে আজ হয়
একই সুর তাল
আজও যায় কাল হয়ে
নড়ে না যে পাল
কিছু আর মনে ধরে না
থোড় বড়ী খাড়া দিন
মোটে কাটে না।।

The Day I Die

What will that day be like?
I wonder
Will a golden Sun blaze in the sky
Will birds twitter and bees fly?
Will gloomy clouds shield and hide
Coz I'm to die?
Whatever the day
I'll not see nor ear
For I'll be on my way
On a new journey far away.

Will there be tears?
Will there be regret
That I've left?
Will some sigh and say
Now that's done
And we can rest
Whatever they say
I'll not hear nor see
For I'll be on my way
On a new journey far away.

Monday, April 10, 2017

ধিক তরে রাম

ধিক তোরে রাম ধিক
তুই এমন তোর রাজা
প্রজাবত্‌সল নাম কিনতে
সীতা রে দিস সাজা।
প্রাসাদ ছেড়ে এল সে
তোর পিছু পিছু
তার বিনা তোর রাজপাট
বাধে না কি কিছু?
পরের মুখে ঝাল খাস
তুই এমন তর জীব
আধা রাজা আধা স্বামী
দুইএ তে নির্জীব।
আগুনেতে ঝাঁপ দিল সে
রাখতে তোর মান
সিংহাসনে পাশে তারে
দিলি না তুই স্থান
পরেরে মুখে ঝাল খাস
তুই এমন তর জীব
আধা রাজা আধা স্বামী
দুইএ তে নির্জীব।।



কেন এমন হয়?

চলি সোজা রাস্তা ধরে
তবু হোঁচট খাবার ভয়
কেন এমন হয়?
সহজ সরল ইচ্ছে গুলো
উল্টো পাল্টা বয়
কেন এমন হয়?
যত ভাবি রাখব না আর ত্রুটি
যত ভাবি নেব এবার ছুটি
জড়িয়ে ধরে সংশয়
কেন এমন হয়?
সরল মনে বলে কথা
বুকে নিলে সবার ব্যাথা
আপন আঘাত নিরব রয়
কেন এমন হয়?

Saturday, April 8, 2017

ডাক

ভেজা মন
ডাকে শোন
ফিরে আয়
দুটি চোখ
অপলক
অপেক্ষায়
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়েনা ভোর?

হাতে হাত
ধরা থাক
এ আশায়ে
কত পল
গেল বল
কুয়াশায়
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়েনা ভোর?

বসে আজ
দিবা রাত
নিরালায়ে
প্রতিক্ষণ
এ জীবন
হায় হারায়ে
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়ে না ভোর?

ছিঁড়ে দে
সব বাঁধন
এ বেলায়
তুই তবে
আয় রে আয়
ঘরে আয়
শেষ করে দূরে থাকা তোর
রাত তবে হয়ে যাক ভোর।।


Thursday, April 6, 2017

আমিই সেই মেয়ে

আমিই সেই মেয়ে
আমাকে তুমি বাঁচতে দাওনা
হত্যা কর ভ্রূণ অবস্থায়ে
বা সদ্য যাত আমার গলা টিপে
ফেলে দাও জঞ্জাল মেনে

আমিই সেই মেয়ে
আমার স্বপ্ন কেড়ে নাও তুমি
ডানা মেলার, স্বাধীন হবার স্বপ্ন 
আমার ইচ্ছে কে ফেলে দাও
আবর্জনার মত

আমিই সেই মেয়ে
আমার মনে শেকল পরাও
দেহ কে বাঁধ গন্ডিতে প্রতিদিন
নিয়মের বেড়াজালে ঘিরে রাখো
নিরাপত্তার দোহাই দিয়ে

আমিই সেই মেয়ে
পথে ঘাটে আমি হই
তোমার লালসার শিকার
তোমার বিদ্রূপের খোরাক
তোমার চোখে কেবলই নেশা লাগাই

আমিই সেই মেয়ে
আমার কত নাম দাও তুমি
কখন আমায় বল দেবি
আবার কখন বল দানবী
মানুষ বল না কখনোই

আমিই সেই মেয়ে
আমার প্রতি দিনের অগ্নিপরীক্ষা
আজ আগুন হয়েছি আমি
নিজের চিতায় বসে
করে চলি সাধনা

আমিই সেই মেয়ে
আমি মোরে বাঁচি
আবার বেঁচে মরি
তবু পথ চলি
আর পথ খুঁজি।।


Tuesday, April 4, 2017

আশাহারা

মনের শত সুপ্ত আশা
জেগে উঠে বারে বারে
ভাবি তারে ধরি ধরি
ধরতে তারে পারি না তাহারে।
তারা ডাক দিয়ে যায় কানে কানে,
তবু কেন আড়াল রাখে
তারা উঁকি মারে চুপি সারে
তবু লুকিয়ে থাকে বন বাদাড়ে
তার সুবাস টুকু ভেসে বেড়ায়
এধার অধার চারিধারে
অঙ্গে তারে মাখতে চাহি
কেন যেন পারি না রে
মনের ভাষা মুখের ভাষা
দন্দ বাধে দুটোই হারে।।