হারিয়ে যাওয়া ছেলেবেলা
আসছে ফিরে ফিরে
করছে রঙ্গ মেলা
আমার নিখোঁজ ছেলেবেলা।
মনে পড়ে? না পড়ে না?
আবছা আধো ছায়া
ধীরে ধীরে ধরেছে
নতুন কায়া, এ এক মায়া।
ছিল যারা অতি চেনা
প্রতি দিনের সাথী
দূরে তাদের দিল ঠেলে
কালের স্রোত আসি
সাগর যেমন ফিরায় রতন
করে নিয়ে গ্রাশ
জীবন সাগর তেমন করে
এনে দিল আজ।।
আসছে ফিরে ফিরে
করছে রঙ্গ মেলা
আমার নিখোঁজ ছেলেবেলা।
মনে পড়ে? না পড়ে না?
আবছা আধো ছায়া
ধীরে ধীরে ধরেছে
নতুন কায়া, এ এক মায়া।
ছিল যারা অতি চেনা
প্রতি দিনের সাথী
দূরে তাদের দিল ঠেলে
কালের স্রোত আসি
সাগর যেমন ফিরায় রতন
করে নিয়ে গ্রাশ
জীবন সাগর তেমন করে
এনে দিল আজ।।
No comments:
Post a Comment