Monday, April 17, 2017

এ জীবন র ভালো লাগে না

এ জীবন আর ভালো লাগে না
থোড় বড়ী খাড়া দিন
আর কাটে না
সকালের সুজ্জিটা 
ম্যাড় মেড়ে ম্লান
সন্ধ্যাতে চাঁদ মামা
আড়ালে পালান
কিছু আর মনে ধরে না
থোড় বড়ী খাড়া দিন
মোটে কাটে না।

এ জীবন আর ভালো লাগে না
থোড় বড়ী খাড়া দিন
যেন কাতে না
কাল ঘুরে আজ হয়
একই সুর তাল
আজও যায় কাল হয়ে
নড়ে না যে পাল
কিছু আর মনে ধরে না
থোড় বড়ী খাড়া দিন
মোটে কাটে না।।

No comments:

Post a Comment