Monday, April 17, 2017

হেস না

হেস না
তোমার হাসি অসঝ্য
লুকিয়ে রাখে হাজার কথা
হাজার অসত্ত।

হেস না
তোমার হাসি বিষাক্ত
মেরে ফেলে হাজার আশা
হাজার আনন্দ।

হেস না
তোমার হাসি বেনিয়ম
উলটে দেয় ছকে বাঁধা
আমাদের জীবন।

হেস না
তোমার হাসি রক্তঝরা
ফোঁটা ফোঁটা চুইয়ে পড়ে
সাঙ্গ করে ছড়া।।

No comments:

Post a Comment