Monday, April 10, 2017

কেন এমন হয়?

চলি সোজা রাস্তা ধরে
তবু হোঁচট খাবার ভয়
কেন এমন হয়?
সহজ সরল ইচ্ছে গুলো
উল্টো পাল্টা বয়
কেন এমন হয়?
যত ভাবি রাখব না আর ত্রুটি
যত ভাবি নেব এবার ছুটি
জড়িয়ে ধরে সংশয়
কেন এমন হয়?
সরল মনে বলে কথা
বুকে নিলে সবার ব্যাথা
আপন আঘাত নিরব রয়
কেন এমন হয়?

No comments:

Post a Comment