Tuesday, April 4, 2017

আশাহারা

মনের শত সুপ্ত আশা
জেগে উঠে বারে বারে
ভাবি তারে ধরি ধরি
ধরতে তারে পারি না তাহারে।
তারা ডাক দিয়ে যায় কানে কানে,
তবু কেন আড়াল রাখে
তারা উঁকি মারে চুপি সারে
তবু লুকিয়ে থাকে বন বাদাড়ে
তার সুবাস টুকু ভেসে বেড়ায়
এধার অধার চারিধারে
অঙ্গে তারে মাখতে চাহি
কেন যেন পারি না রে
মনের ভাষা মুখের ভাষা
দন্দ বাধে দুটোই হারে।। 


No comments:

Post a Comment