Thursday, April 6, 2017

আমিই সেই মেয়ে

আমিই সেই মেয়ে
আমাকে তুমি বাঁচতে দাওনা
হত্যা কর ভ্রূণ অবস্থায়ে
বা সদ্য যাত আমার গলা টিপে
ফেলে দাও জঞ্জাল মেনে

আমিই সেই মেয়ে
আমার স্বপ্ন কেড়ে নাও তুমি
ডানা মেলার, স্বাধীন হবার স্বপ্ন 
আমার ইচ্ছে কে ফেলে দাও
আবর্জনার মত

আমিই সেই মেয়ে
আমার মনে শেকল পরাও
দেহ কে বাঁধ গন্ডিতে প্রতিদিন
নিয়মের বেড়াজালে ঘিরে রাখো
নিরাপত্তার দোহাই দিয়ে

আমিই সেই মেয়ে
পথে ঘাটে আমি হই
তোমার লালসার শিকার
তোমার বিদ্রূপের খোরাক
তোমার চোখে কেবলই নেশা লাগাই

আমিই সেই মেয়ে
আমার কত নাম দাও তুমি
কখন আমায় বল দেবি
আবার কখন বল দানবী
মানুষ বল না কখনোই

আমিই সেই মেয়ে
আমার প্রতি দিনের অগ্নিপরীক্ষা
আজ আগুন হয়েছি আমি
নিজের চিতায় বসে
করে চলি সাধনা

আমিই সেই মেয়ে
আমি মোরে বাঁচি
আবার বেঁচে মরি
তবু পথ চলি
আর পথ খুঁজি।।


No comments:

Post a Comment