Saturday, April 8, 2017

ডাক

ভেজা মন
ডাকে শোন
ফিরে আয়
দুটি চোখ
অপলক
অপেক্ষায়
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়েনা ভোর?

হাতে হাত
ধরা থাক
এ আশায়ে
কত পল
গেল বল
কুয়াশায়
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়েনা ভোর?

বসে আজ
দিবা রাত
নিরালায়ে
প্রতিক্ষণ
এ জীবন
হায় হারায়ে
তবু কেন দূরে থাকা তোর?
তবু কেন রাত হয়ে না ভোর?

ছিঁড়ে দে
সব বাঁধন
এ বেলায়
তুই তবে
আয় রে আয়
ঘরে আয়
শেষ করে দূরে থাকা তোর
রাত তবে হয়ে যাক ভোর।।


No comments:

Post a Comment