পিরীত কি রীত বঝে কয়ে জনা?
কেউ বলে কান্ঠালের আঠা
পিরীত লাগলে পরে ছারে না
কেউ বলে সে শুধু যন্ত্রণা।
কেউ বা ভাসে চোখের জলে
কেউ পরে বাঁধন
কেউ বা তারে দূরে ঠেলে
বলে পিরীত নিষ্প্রয়োজন।
যেন পিরীত নামে খেলছে সব জনা
তবু পিরীত কি রীত জানে কয়জনা?
কেউ বলে কান্ঠালের আঠা
পিরীত লাগলে পরে ছারে না
কেউ বলে সে শুধু যন্ত্রণা।
কেউ বা ভাসে চোখের জলে
কেউ পরে বাঁধন
কেউ বা তারে দূরে ঠেলে
বলে পিরীত নিষ্প্রয়োজন।
যেন পিরীত নামে খেলছে সব জনা
তবু পিরীত কি রীত জানে কয়জনা?
No comments:
Post a Comment